সাম্প্রতিক খবর
“পড় তোমার প্রভুর নামে” পড়াশোনা তথা শিক্ষা মানবজাতির জন্য স্রষ্টা প্রদত্ত উপহার।শিক্ষা মানুষের মৌলিক অধিকার ,শিক্ষা জাতির মেরুদণ্ড।শিক্ষা দ্বারাই পরিবার ,সমাজ দেশ উন্নতি লাভ করে।চলমান বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশপ্রেমিক নৈতিকতা ও আধুনিক তথা বৈশ্বিক নাগরিক গড়ে তোলা বর্তমান সরকারের শিক্ষার রুপরেখা।সে লক্ষ্যেই আমরা কপোতাক্ষ টেকনিক্যাল ইন্সটিটিউট কাজ করে যাচ্ছি।
পিছিয়ে পড়া জনপদ সুন্দরবন সংলগ্ন ও কপোতাক্ষ নদের তীরে এই এলাকার কৃতী সন্তান মোঃ আব্দুল্লাহ আল মামুন কর্তৃক প্রতিষ্ঠিত এ জনপদের বাতিঘর।